দ্য অনলাইন ইন্টারভিউ – একটি অনলাইন ইন্টারভিউ ম্যাগাজিন। ইন্টারভিউ ভিত্তিক সব ধরণের লেখা এখানে প্রকাশ করার ইচ্ছে আমাদের। কার ইন্টারভিউ? সবার। হ্যাঁ, এক কথায় সবার। যে কারও, যে কোনো সময়, যে কোনোভাবে দ্য অনলাইন ইন্টারভিউ মুখোমুখি হতে পারে পাঠকের জন্য।
কেন এই দ্য অনলাইন ইন্টারভিউ? ম্যাগাজিন? আসলে তেমন কোনো উদ্দেশ্য আমাদের নেই। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য কিংবা কোনো দায়ভার নিয়ে আমরা কাজ করছি না। জাস্ট মনের আনন্দের জন্যই এই দ্য অনলাইন ইন্টারভিউ। এর বেশি কিছু নয়। আমাদের বদ্ধমূল ধারণা- যে কেউ ইন্টারভিউ পড়তে ভালোবাসেন, আনন্দ পান। যদিও পাঠকের মহান আনন্দদান-ই কেবল আমাদের ইচ্ছে নয়। আমরা নিজেদের আনন্দটাকেই গুরুত্ব দিচ্ছি। আনন্দ লাগে, ভালো লাগে, রোমাঞ্চ লাগে একজন সেলিব্রেটির ইন্টারভিউ পড়তে, তার চিন্তা-চেতনাগুলো জানতে। আর তাই-ই এই দ্য অনলাইন ইন্টারভিউ।
এখানে কি শুধু সেলিব্রেটিদের ইন্টারভিউ-ই প্রকাশ হবে? না, তা মোটেও নয়। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের সাক্ষাৎকারও প্রকাশ করবো এখানে। মোটের উপর- আমরা সব শ্রেণী মানুষের, পশুর, অজানা বস্তুর এমনকি ইউএফও বা এলিয়েন-এর ইন্টারভিউও প্রকাশ করার ইচ্ছে রাখি এখানে।
আশা করি আপনাদের ভালো লাগবে।
সবার জন্য শুভকামনা প্রত্যাশা করি। কারণ আমরাও শুভকামনার আকাঙ্ক্ষী… 🙂
Hi, Thanks for the nice site. I love to read interview. Please publish the interview of my dearest writer Muhamaad Jafar Iqbal. Thank you.
Great works keep it up bro
মহৎ উদ্দ্যোগকে সবসময় স্বাগত জানাই। আপনাদের চলার পথ সুদীর্ঘ হোক। 🙂
@আরিফুল ইসলাম (শাওন) ভাই, আশা করি নিয়মিত আসবেন এখানে। আপনাদের মতো মানুষদের পরামর্শ পেলে সাইটটি আরও সুন্দর হতে পারে… আশা করি যেকোনো কাজে পাশে পাবো… 🙂
আগাইয়া যান আপনারা…… অনেক সুন্দর উদ্যোগ 😀
ধন্যবাদ @ তামিম(বাংলার মানুষ) ভাই। সাথে থাকুন, ভালো থাকুন… 🙂
ভাল উদ্যোগ… 🙂 🙂