অভিনয় শিল্পী বুদ্ধিজীবী ব্যবসায়ী মডেল রাজনীতিবিদ সাহিত্যিক

স্বাগতম অনলাইন ইন্টারভিউ জগতে… :)

দ্য অনলাইন ইন্টারভিউ – একটি অনলাইন ইন্টারভিউ ম্যাগাজিন। ইন্টারভিউ ভিত্তিক সব ধরণের লেখা এখানে প্রকাশ করার ইচ্ছে আমাদের। কার ইন্টারভিউ? সবার। হ্যাঁ, এক কথায় সবার। যে কারও, যে কোনো সময়, যে কোনোভাবে দ্য অনলাইন ইন্টারভিউ মুখোমুখি হতে পারে পাঠকের জন্য।
কেন এই দ্য অনলাইন ইন্টারভিউ? ম্যাগাজিন? আসলে তেমন কোনো উদ্দেশ্য আমাদের নেই। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য কিংবা কোনো দায়ভার নিয়ে আমরা কাজ করছি না। জাস্ট মনের আনন্দের জন্যই এই দ্য অনলাইন ইন্টারভিউ। এর বেশি কিছু নয়। আমাদের বদ্ধমূল ধারণা- যে কেউ ইন্টারভিউ পড়তে ভালোবাসেন, আনন্দ পান। যদিও পাঠকের মহান আনন্দদান-ই কেবল আমাদের ইচ্ছে নয়। আমরা নিজেদের আনন্দটাকেই গুরুত্ব দিচ্ছি। আনন্দ লাগে, ভালো লাগে, রোমাঞ্চ লাগে একজন সেলিব্রেটির ইন্টারভিউ পড়তে, তার চিন্তা-চেতনাগুলো জানতে। আর তাই-ই এই দ্য অনলাইন ইন্টারভিউ

এখানে কি শুধু সেলিব্রেটিদের ইন্টারভিউ-ই প্রকাশ হবে? না, তা মোটেও নয়। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের সাক্ষাৎকারও প্রকাশ করবো এখানে। মোটের উপর- আমরা সব শ্রেণী মানুষের, পশুর, অজানা বস্তুর এমনকি ইউএফও বা এলিয়েন-এর ইন্টারভিউও প্রকাশ করার ইচ্ছে রাখি এখানে।

আশা করি আপনাদের ভালো লাগবে।

সবার জন্য শুভকামনা প্রত্যাশা করি। কারণ আমরাও শুভকামনার আকাঙ্ক্ষী… 🙂

ফেসবুক-এ লগিন থাকা অবস্থায় মন্তব্য করুন-

টি মন্তব্য

7 Comments

Facebook

Get the Facebook Likebox Slider Pro for WordPress