ব্লগার-ফ্রিল্যান্সার

আমি এখনো সফল ব্লগার হিসেবে নিজেকে মনে করি না

নাসির উদ্দিন শামীম– একজন সফল ব্লগার হিসেবেই সমধিক পরিচিত। যদিও তিনি এসইও, এফিলিয়েট মার্কেটিং, এডসেন্স পাবলিশার হিসেবেও উল্লেখযোগ্য। এছাড়াও তিনি ডেভসটিম ইন্সটিটিউট-এর কো-ফাউন্ডার।পড়ালেখা করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। সরকারি চাকরি করেছেন ২ বছর। ছেড়ে দিয়েছেন নিজের স্বাধীনতায় সমস্যা হয় বলে।

শামীম এই সাক্ষাৎকারে বলেছেন তার ব্লগার হওয়ার গল্প, গুগল এডসেন্স এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তথা এসইও সম্পর্কে। দ্য অনলাইন ইন্টারভিউ’র পাঠকেরা সাক্ষাৎকারটি থেকে অনেক কিছুই জানতে পারবেন বলে আশা করি।
জন্ম তারিখ ২০ ডিসেম্বর। জন্মস্থান নরসিংদী। শামীম সম্পর্কে আরও জানতে ভিজিট করতে পারেন উনার ব্যক্তিগত ওয়েব ঠিকানা- shamimnasir.com

ব্লগ, ব্লগিং, ব্লগার সম্পর্কে বিস্তারিত বলবেন?
ব্লগ হচ্ছে একটি প্লাটফর্ম যেখানে কোন ব্যাক্তি বা সংস্থা তার অভিজ্ঞতা, দক্ষতা এবং যেকোন বিষয়ে তার মতামতসহ প্রায় সবকিছুই লিখতে পারে। এই লেখালিখির ব্যাপারটাই এককথায় আসলে ব্লগিং এবং যিনি এই লেখালিখিটা করে থাকেন, তিনি হচ্ছেন ব্লগার।

আপনি কখন কীভাবে ব্লগের সাথে জড়িত হন অর্থাৎ শুরুর গল্পটা-?
আমার ব্লগার হওয়ার গল্পটা আর ৮-১০ জনের মতই। আহামরি কিছু নয়। মূলত অনলাইনে কিভাবে আয় করা যায় সেটা সম্পর্কে খুজতে গিয়েই ব্লগিং-এর সাথে জড়িয়ে পড়ি। ২০০৭-এর প্রথম দিকে সামহোয়ারইন ব্লগে হাসান ভাই, ত্রিভুজ ভাইদের লেখা পড়ে প্রথমে গুগল এডসেন্সের নাম শুনি। পরে ঘাটাঘাটি করতে গিয়ে বুঝলাম যে, প্রফেশনাল ইংরেজি ব্লগ ছাড়া গুগল অ্যাডসেন্সে আয় করা সম্ভব নয়। মূলত তখন থেকেই অনলাইনে ফ্রি ব্লগ তৈরি করে ব্লগিংয়ের সূচনা করি।পরবর্তিতে নিজস্ব ডোমেইন এবং হোস্টিং-এ ব্লগ স্টার্ট করি।

ব্লগ থেকে আপনার প্রাপ্তি কি প্রত্যাশার সমান হয়েছে?
হ্যাঁ অবশ্যই। ব্লগিং করে যতটা পাবো আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশিই পেয়েছি আমি।

ব্লগিং করতে হলে কি কি বিষয়ে এক্সপার্ট হওয়া লাগবে?
ব্লগিং সাধারনত দুই ধরনের হয়। কমিউনিটি/পার্সোনাল ব্লগিং এবং প্রফেশনাল ব্লগিং। প্রফেশনাল ব্লগিং করতে হলে প্রথম যে বিষয়টা অবশ্যই অবশ্যই বেশ ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে – ইংরেজি।কারন যেখানে ব্লগের বেশিরভাগ ভিজিটর থাকবে ইংরেজি ভাষাভাষি; সেখানে আপনাকে অবশ্যই ইংরেজিতে আপনার মতামত, অভিজ্ঞতা অথবা কোনকিছু নিয়ে রিভিউ বেশ ভালোভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। পাশাপাশি যেটা লাগবে সেটা হচ্ছে- যে প্লাটফর্মে ব্লগিং করতে হবে; যেমন ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি জ্ঞান, গুগল থেকে সার্চ করে কন্টেন্ট আইডিয়া নেওয়ার ক্ষমতা ইত্যাদি।

একজন নব্য ব্লগারের জন্য আপনার উপদেশ বা পরামর্শগুলো কি কি?
নিয়মিত লিখতেই থাকুন। কখনোই অন্য কোন সাইট থেকে লেখা কপি-পেষ্ট করবেন না।সাইটে কন্টেন্ট লেখার পাশাপাশি সাইটে কিভাবে ভিজিটর আনা যায় সেটা নিয়ে পড়াশোনা করুন।

ব্লগিং-এ আপনার রোল মডেল বা আইডলদের সম্পর্কে বলবেন প্লিজ-?
ব্লগিংয়ে আমার রোল মডেল হচ্ছেন- প্যাট ফ্লাইন আর ড্যারেন রোজ। তারা কিভাবে ব্লগ করছেনসেটাই দেখে আসছি এতোদিন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের পরামর্শ এবং স্ট্রাটেজিগুলো এপ্লাই করার চেষ্টা করেছি।

ব্লগিং-এর সাথে আয়ের কোন কোন মাধ্যমগুলো জড়িত?
একটি সফল ব্লগ থেকে বিভিন্ন উপায়ে আয় করা যায়। যেমন গুগলএডসেন্স, সিপিসি বেজড এড, সিপিএম বেজড এড, পেইড পোস্টিং, পেইড লিংক সেলিং, সিপিএ প্রমোশন, এফিলিয়েশন।

একজন সফল ব্লগার কাকে বলা যায় অর্থাৎ একজন সফল ব্লগারের গুনগুলো কি কি?
আমি এখনো সফল ব্লগার হিসেবে নিজেকে মনে করি না। আগে সফল হয়ে নিই… তারপর বলবো (হাসি)।

এসইও কি?
ইন্টারনেটে প্রাপ্ত যেকোন তথ্য, পেইজ, অডিও বা ভিডিও কে সার্চ ইন্জিনের চাহিদামোতাবেক অপটিমাইজ করাই হচ্ছে সার্চ ইন্জিন অপটিমাইজেশন বা এসইও।

একজন এসইও এক্সপার্ট হিসেবে নিজেক উপস্থাপন করতে চান?
না। করতে চাই না।

কেন?
কারন এখনো শিখছি।

এসইও এক্সপার্ট হতে হলে কি কি জানতে হবে?
পড়তে হবে। এবং এসইও নিয়ে লেখা বিভিন্ন ব্লগগুলো যেমন- সার্চ ইন্জিন ল্যান্ড, সার্চ ইন্জিন জার্নাল এবং মজ ডট কম-এর ব্লগগুলো নিয়মিত পড়তে হবে।

ব্লগিং এবং এসইওর মধ্যে কোনো সম্পর্ক খোঁজে পান? সেগুলো কি?
হ্যাঁ আছে। প্রফেশনাল ব্লগ থেকে আয় করার জন্যে ভিজিটর দরকার এবং ভিজিটর কিভাবে আনতে হবে সেটা জানার জন্যে এসইও শিখতে হবে।

ব্লগার হতে হলে এসইও এক্সাপার্ট হতে হবে?
না। এক্সপার্ট না হলেও চলবে।

বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্লগিং নিয়ে ক্যারিয়ার কি ঝুকিপূর্ণ মনে করেন? কেন?
কিছুটা ঝুকিপূর্ন। কারন পেমেন্টপ্রসেসিং নিয়ে আমি ব্যাক্তিগতভাবে অনেক সমস্যায় পড়েছি। এগুলোর সমাধান না হওয়া পর্যন্ত স্টিল এই সেক্টরটি ঝুকিপূর্ন।

আপনি একজন সফল গুগল এডসেন্স পাবলিশার। কীভাবে শুরুটা হয়েছিলো?
শুরুতেই বলেছিলাম, আমার ব্লগিংয়ে আসার উদ্দেশ্যই ছিলো টাকা কামানো। সো, ব্লগিংয়ের শুরুটাই হয়েছিলো আসলে গুগল এডসেন্স কে টার্গেট করে।

এডসেন্স পাবলিশার ক্যারিয়ার লাইফটা আপনার মতে কেমন হওয়া উচিত?
এডসেন্স কে আসলে পুরোপুরি ক্যারিয়ার হিসেবে নেয়া ঠিক না। এতে প্রচুর ঝুকি আছে। যেকোনো মুহূর্তে ব্যান খেতে পারেন আপনি। সো, লাইফটা কেমন হওয়া উচিত চিন্তা না করে, এটাকে একটা পার্ট টাইম আর্নিং সোর্স হিসেবে ধরা যেতে পারে। মেক মানি ফর লিভিং বলতে একটা কথা আছে, যেটা আসলে এডসেন্সের সাথে যায় না।

কি কি বিষয়ের দিকে দৃষ্টিপাত রাখা দরকার একজন এডসেন্স পাবলিশারকে?
কন্টেন্টের ধরন, কন্টেন্টের ইউনিক নিস, সিটিআর, সিপিসি এবং অবশ্যই ভিজিটর সোর্স।

এবার কিছু ব্যক্তিগত প্রশ্ন করা যাক। উত্তর দিতে না চাইলে এড়িয়ে যাবেন দয়া করে। অথবা সরাসরি ইগনোর করতে পারেন- পড়াশোনা করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ।সরকারি জবে ইস্তফা দিয়ে ব্যবসায় চলে এলেন।এতদুভয়ের মধ্যে পার্থক্য কেমন অনুভব করছেন?
ব্যাবসাটা অনেক স্বাধীনতা দেয়… যদিও এখানে কাজের চাপটা একটু বেশি। চাকরিতে পরাধীনের মতো থাকতে হয়, কিন্তু এখানে একটা নির্দিষ্ট টাইপের কাজ প্রতিদিনই করতে হয়।

ফেসবুকে সম্প্রতি আপনার প্রোফাইলে রিলেশন স্ট্যাটাস চেঞ্জ হয়েছে দেখলাম। এ ব্যাপারে জানতে চাই-?
(মুচকি হাসি)

লাইফ নিয়ে আপনার ভাবনা কি? সফলতা কাকে বলে আপনার দৃষ্টিতে?
লাইফ নিয়ে ভাবনা হচ্ছে- এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, যেখানে সবাই আমাকে চিনবে। সেটা যেকোনো সেক্টর হতে পারে, যেকোনো কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠান হতে পারে। এবং এটা করতে পারলেই আমি নিজেকে সফল মনে করবো।

ওকে, আবারও টেকি প্রশ্নে ফিরে আসি- কখন প্রথম নিজের কম্পিউটার পেয়েছিলেন? কীভাবে?
২০০৭ সালে। আব্বা কিনে দিয়েছিলেন।

বর্তমানে আপনি অনলাইন কতক্ষণ আর অফলাইনে কতক্ষণ কাজ করেন?
অফলাইনে কাজ নাই। অফলাইনে যা করি, সেই অনলাইনের কাজই করি। 🙂

আপনার কাজের সাথে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইটগুলোর গুরুত্ব কতটুকু?
মোটামুটি। যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগে।

কাজের মাঝে বিনোদন খোঁজেন? নাকি সেজন্য আলাদা কোনোকিছু আছে? খেলা দেখেন? কী খেলা পছন্দ করেন?
ক্রিকেট দেখি। তবে গান শুনতে ভালো লাগে।

মনে হয় আপনাকে অনেক বেশি জ্বালালাম। আজ তবে এ পর্যন্তই থাক। চমৎকার সাক্ষাৎকারের জন্য দ্য অনলাইন ইন্টারভিউ’র পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

ফেসবুক-এ লগিন থাকা অবস্থায় মন্তব্য করুন-

টি মন্তব্য

১টি মন্তব্য

Facebook

Get the Facebook Likebox Slider Pro for WordPress