ব্লগার-ফ্রিল্যান্সার

আগে নিজেকে তৈরি করেন তারপর মাঠে নামেন

এম. আতোয়ার রহমানওয়ামল্যান-এর ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। জন্ম ৭ মে। পড়াশোনা করেছেন পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে। ফ্রিল্যান্সিং-এর পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় থিম মার্কেটপ্লেস থিমফরেস্ট-এ নিজের তৈরি জুমলা টেমপ্লেট সেল করছেন। প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তার স্বপ্নের ওয়ামল্যান এবং থিমল্যান নিয়ে। কথা বলে জানা গেলো তার কাজের ধরণ এবং বিস্তার।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
নিজ স্কিল Development-ই হচ্ছে আমার বর্তমান ব্যস্ততা । তাই বলতে পারেন স্টাডি এবং কাজ নিয়ে সময় কেটে যায় ।

আপনার থিমল্যান টিম সম্পর্কে বলুন। কারা কীভাবে কাজ করছেন?
ThemeLan Team সম্পর্কে বলতে হলে প্রথমে বলতে হয় আমাদের Main Company হচ্ছে WamLan আর ThemeLan হচ্ছে WamLan এর একটি Sister concern । ThemeLan দ্বারা আমরা Web Market Place এ কাজ করি । ThemeLan এ কাজ করি আমরা দুজন একজন ডিজাইনার আর একজন ডেভেলপার ।

আপনি প্রতিদিন কতক্ষণ কাজ করেন অনলাইনে?
বেসিক্যালি আমি টাইম বেধে কাখন কাজ করিনা । তবে অ্যাভারেজ ৬/৭ ঘণ্টা কাজ করা হয় ।

থিমল্যান এবং ওয়ামল্যান দু’টিই আপনার। দু’টির কাজ এবং পরিধি বিস্তারিত জানাবেন প্লিজ?
হ্যাঁ দুটোই আমার । Main Company হচ্ছে Wamlan । এখানে ThemeLan হচ্ছে WamLan এর একটি Sister concern । ThemeLan দ্বারা আমরা Web Market Place এ কাজ করি । আর WamLan এর concept হচ্ছে ThemeLan এর মত এরকম এক একটা Project Run করানো । যেখানে প্রত্যেকটা Project individually কাজ করবে ।

আপনার কাজের জন্য ফেসবুক দরকারী মনে হয়? অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক-এর ব্যাপারেও জানতে চাই-?
Facebook অবশ্যই দরকারী । তবে সবচেয়ে দরকারী মনে হয় google কে । অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক বলতে Twitter, Google+, Linkedin, Pinterest, Youtube এ গুলোতে আপনি ইনভলব হতে পারেন । এ গুলো থেকে আপনি Facebook এর মত অনেক সুযোগ সুবিধা পাবেন ।

জুমলার জন্য টেমপ্লেট বানাতে গেলে কি কি জানতে হবে?
জুমলার জন্য টেমপ্লেট বানাতে হলে প্রথমে আপনাকে HTML&CSS ভাল ভাবে জানতে হবে । এরপর আপনাকে PHP জানতে হবে । এরপর জুমলার CMS নিয়ে Study করলেই আপনি জুমলার নিয়ে কাজ করতে পারবেন ।

একজনের পক্ষে কি টেমপ্লেট বানানো সম্ভব থিমফরেস্ট-এর জন্য?
জী একজনের পক্ষেও টেমপ্লেট বানানো সম্ভব ।

একটা টেমপ্লেট কমপ্লিট করার জন্য কতখানি সময় দেন আপনি/আপনারা?
একটা টেমপ্লেট কমপ্লিট করার জন্য আমরা Design and Code সহ প্রায়ই ১ মাস সময় নেই ।

জুমলার টেমপ্লেট বানিয়ে সেল করা ছাড়া আপনি আর কি করেন?
নিজ স্কিলটা ডেভলপ করার চেষ্টা করছি । তাই বিভিন্ন বিষয় নিয়ে Study করি এবং প্রতিষ্ঠান এর বিভিন্ন দিক নিয়ে ব্যাস্ত থাকতে চেষ্টা করি ।

প্রো্গ্রামিং ছাড়া আর কি কি করেন? কোন্ কাজে আপনার উৎসাহ বেশি?
প্রো্গ্রামিং ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে Study করি । কোন্ কাজে আমার উৎসাহ বেশি সেটা বলতে গেলে বলতে হয় কোন কাজেই আমি উৎসাহ পাইনা । লাইফ এ রুটি রুযীর একটা বিষয় আছে তো তাই বলতে পারেন সব কিছু ব্যাধ হয়ে করি । এ কথা বলার কারন হচ্ছে আমরা যতই হাগডাক মারিনা কেন বেসিক্যালি আমাদের দেশে ভাল কিছু করার অপারচুনিটি খুবই কম । তাই যাই কিছু করিনা কেন সেখানে উৎসাহ খুজে পাওয়া সম্ভব না ।

কেমন করে এই ওয়েব প্রোগ্রামিং লাইফে প্রবেশ?
আমি CSE Base Student ছিলাম । তাই বলতে পারেন ওখান থেকেই এই লাইফ এর প্রত্যাবর্তন ।

নতুন যারা এই প্রফেশনে আসতে চান তাদের জন্য আপনার কোনো পরামর্শ?
নতুন যারা এই প্রফেশনে আসতে চান তাদের জন্য আমার একটাই কথা আগে নিজেকে তৈরি করেন তারপর মাঠে নামেন । কেননা পরবর্তীতে নিজেকে তৈরি করার সুযোগ আপনি আর পাবেন না ।

দ্য অনলাইন ইন্টারভিউকে সময় দেয়ার জন্য পাঠকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।

ফেসবুক-এ লগিন থাকা অবস্থায় মন্তব্য করুন-

টি মন্তব্য

Facebook

Get the Facebook Likebox Slider Pro for WordPress