সাক্ষাৎকার – সাক্ষাৎকারবিষয়ক পত্রিকা। এখানে পত্রিকাটির অনলাইন ভার্সন দেখতে পাচ্ছেন, পড়তে পারছেন। সাক্ষাৎকারে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সমাজের মানুষের ইন্টারভিউ প্রকাশ হবে। প্রথমে শুধু বাংলা এবং ইংরেজি ভাষায় প্রকাশ হবে ইন্টারভিউগুলো। পরবর্তীতে অন্যান্য ভাষায় হতে পারে।
আমরা কারা?
আমরা আর দশজন সাধারণ মানুষের মতোই উদ্যোমী একদল তরুণ। মূলত নিজেদের ভালোলাগা থেকেই এই সাক্ষাৎকার পত্রিকাটির প্রকাশ। আমাদের নিজেদের ইন্টারভিউ পড়তে ভালো লাগে। আমাদের বিশ্বাস অন্যদেরও ভালো লাগে। তাই নিজেদের ভালোলাগা অন্যদের মাঝে ছড়িয়ে দেবার জন্যই এই অভিপ্রায় আমাদের। আনন্দ ভাগাভাগির এই আনন্দযজ্ঞে আপনিও আমন্ত্রিত। আপনিও হতে পারেন আমাদের গর্বিত সদস্য। আমাদেরই একজন।
আমাদের উদ্দেশ্য
আশা করি ইতোমধ্যে আমাদের উদ্দেশ্য জানতে পেরেছেন। তারপরও বলি- এক মানুষের সাফল্যগাঁথা, তার ভেতরের ভালো দিকগুলো, তার অভিজ্ঞতাগুলো অন্যের মাঝে ছড়িয়ে দেবার একটা সূক্ষ্ম উদ্দেশ্য আমাদের রয়েছে। যা জানার মাধ্যমে হয়তো আপনার অস্বীকৃত, অজানা মেধা, মনন, রুচিশিলতা জেগে উঠবে এক মহান ব্রতী হয়ে, শুভ দিকে। আপনি নিজেকে আবিষ্কার করবেন এক অপার সম্ভাবনাময় মহৎ মানুষ হিসেবে। যা আপনাকে পৌছে দেবে আরও উচ্চশিখরে, সম্ভাবনার দ্বারপ্রান্তে…
আমাদের লক্ষ্য
একজন মানুষ অন্য একজন মানুষের জানার মধ্যেই রয়েছে আনন্দ, সম্ভাবনা এবং মহৎ কিছু।